ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ সেনা নিহত, ৬১ আহত

ইসরায়েলের উত্তরাঞ্চলের বিনইয়ামিনা এলাকায় দেশটির সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (১৩ অক্টোবর) রাতে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলায় চার সেনা নিহত এবং অন্তত ৬১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এই হামলার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর ইউএভি নামক ড্রোন লেবাননের সীমান্ত থেকে প্রায় ৪০ মাইল দূরে তেল আবিবের উত্তরে অবস্থিত বিনইয়ামিনার একটি সেনা ঘাঁটিতে আঘাত করেছে, যার ফলে চারজন সেনা নিহত হয়েছে।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, এই হামলায় মোট ৬১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, যা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন:  আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, ৫৪ জঙ্গি নিহত

ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানায়, প্রথমে দুটি আত্মঘাতি ড্রোন ইসরায়েলের দিকে যায়। এয়ার ডিফেন্স সিস্টেম একটিকে সমুদ্রের ওপর ধ্বংস করতে পারলেও দ্বিতীয় ড্রোনটিকে ধ্বংস করতে পারেনি, যা বিনইয়ামিনা এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটায়।

হামলার আগে ওই এলাকায় কেন সাইরেন শোনা যায়নি, এই বিষয়ে সামরিক বাহিনী তদন্ত করছে। হিজবুল্লাহ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) লেবাননে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা করা হয়েছে। ওই দিন ইসরায়েলের হামলায় লেবাননে ২২ জন নিহত এবং ১৭৭ জন আহত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *