গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এবার তিনি আবার ঢাকায় আসছেন, যেখানে গাইবেন ঢাকার আর্মি স্টেডিয়ামে। আগামী ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ।
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে এই কনসার্টটি আয়োজন করছেউনিকে ট্রিপল টাইম কমিশন। ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। নেটিজেনরা মিউজিক শুনে বুঝে নিয়েছেন, এ কনসার্টে আতিফ গাইবেন।
ট্রিপল টাইম কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করলে তারা আতিফ আসলামের পারফরম্যান্সের বিষয়টি নিশ্চিত করেছে, তবে বাকি শিল্পীদের নাম জানাননি। জানা গেছে, ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে আতিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের আরও একজন শিল্পী এবং বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী অংশ নেবেন।
২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। তবে অগ্রিম টিকিট বিক্রি কবে শুরু হবে, তা এখনও জানায়নি আয়োজকরা।
২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন আতিফ। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টে অংশ নিতে বাংলাদেশ সফর করেন। সর্বশেষ গত এপ্রিলে ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ কনসার্টে পারফর্ম করেন, যেখানে তিনি ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’ এবং ‘তেরে লিয়ে’সহ জনপ্রিয় বেশ কিছু গান শোনান। সেই কনসার্টে আতিফের সঙ্গে ছিলেন আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।
এদিকে, গত মাসের শেষ দিকে ঢাকায় গান শোনাতে এসেছে আতিফের প্রথম ব্যান্ড ‘জাল’। ২০ বছর আগে জাল ব্যান্ড ছেড়ে দিলেও ঢাকা কনসার্টের সংবাদ সম্মেলনে আতিফ প্রসঙ্গ উঠে এসেছে।