বাংলাদেশের জন্য শনিবারের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে এবং টি-টোয়েন্টি সিরিজেও টানা দুই ম্যাচে হারানোর পর এবার হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টা করবে।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। আশা করা যায়, বাংলাদেশ দল নিজেদের সম্ভাবনা কাজে লাগাতে পারবে এবং ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাবে। সমর্থকদের প্রত্যাশা, তারা একটি সম্মানজনক ফলাফলের জন্য লড়াই করবে!
বাংলাদেশের দলটি টানা দুই ম্যাচের পর নিজেদের একাদশে পরিবর্তন আনতে পারে, যা বর্তমান পরিস্থিতির সাথে সংগতিপূর্ণ। পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে আনা হতে পারে, যা দলের আক্রমণকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
লিটন দাসের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তার পারফরম্যান্স সন্তোষজনক নয়, তাই তার জন্য আপাতত কোনো বিকল্প নেই। জাকের আলি অনিকও দলের জন্য কার্যকরী ভূমিকা রাখতে পারেননি, তাই তার জায়গা হারানোর সম্ভাবনা রয়েছে।
গত দুই ম্যাচে বোলিং বিভাগের পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় রাকিবুল হাসানকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হতে পারে। তার অভিষেক হলে নতুন স্পিনারের মাধ্যমে ব্যাটিং লাইনআপে ভারসাম্য আনতে সহায়তা করবে। সবমিলিয়ে, পরিবর্তনগুলো বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক দল হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে।
দলে টিকে যেতে পারেন রিশাদ হোসেন। এই লেগি গত ম্যাচে বেশ খরুচে ছিলেন। তবে তার ওপর আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। তাছাড়া আগের ম্যাচে খেলা তিন পেসারকেই একাদশে দেখা যেতে পারে। বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তানজিদ তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
…….ডিডিজে নিউজ/এম এফ