বিদেশে পালানোদের ফিরিয়ে আনার বিষয়ে- পররাষ্ট্র উপদেষ্টা

আদালত নির্দেশনা দিলে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি-মন্ত্রী ও কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে অনেক রাজনীতিবিদ, আমলাসহ বিভিন্ন বাংলাদেশি বিদেশে, বিশেষ করে ভারতে পালিয়ে গেছেন। তাদের মধ্যে অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের কীভাবে ফেরানো হবে- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এর মধ্যে যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের আর নতুন করে পাসপোর্ট দেবে না সরকার। তবে ট্রাভেল পাস দেওয়া যাবে। সেটা শুধু বাংলাদেশে ফেরার ক্ষেত্রে। অন্য দেশে যাওয়ার জন্য নয়।’

আরও পড়ুন:  সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, উপ-দূতাবাস থেকে ট্রাভেল পাস ব্যবহার করে অনেকে রাজনীতিবিদ-আমলা অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী করবে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফিরে আসার জন্য। অন্য দেশে যাওয়ার জন্য ট্রাভেল পাস ইস্যু করতে পারে না। সেটির জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট স্বাভাবিকভাবেই আর ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান, তবে তাদের ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারেন।’

আওয়ামী লীগ সরকার পতনের পর কতজন বিদেশে পালিয়ে গেছেন, এ তথ্য আছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে সুনির্দিষ্ট তালিকা নেই।’ বিদেশে পালিয়ে যাওয়াদের ফিরিয়ে আনার ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, ‘বিদেশে অবস্থানরত যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের আদালত থেকে যদি হাজির করতে বলা হয়, তবে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব।’

আরও পড়ুন:  স্বাভাবিক পরিবেশ ফেরাতে মনোযোগ সরকারের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত ও ইউএই- এই দুই দেশেই সরকারিভাবে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।’

…….ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *