বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা পিটার ডি হাস একটি বহুজাতিক প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন।
মার্কিন বহুজাতিক ওই প্রতিষ্ঠানের নাম অ্যাকসিলারেট এনার্জি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির এই প্রতিষ্ঠানে স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দিয়েছেন পিটার হাস। ২০২২ সালের মার্চে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নেন পিটার হাস। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ঢাকায় তিনি সেই দায়িত্ব পালন করেন। তিনি গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান। পিটার হাসের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে অ্যাকসিলারেট এনার্জি। বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল আছে অ্যাকসিলারেট এনার্জির। আরেকটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
…….ডিডিজে নিউজ/এম এফ