অমিত শাহর বক্তব্যে অসন্তোষ বাংলাদেশের, কড়া প্রতিবাদ

সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভারতের রাজনৈতিক নেতৃত্বকে বাংলাদেশ সরকার এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

অমিত শাহর মন্তব্যে অসন্তোষ জানিয়ে আজ সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় ভারতের উপহাইকমিশনার পবন ভাদের কাছে এ প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী, রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত সমাবেশে অমিত শাহ বলেছিলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খন্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই। আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। মাস কয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে। আর ক্রমেই বাড়ছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ সংখ্যা। এই অভিযোগের পুনরাবৃত্তি করেন অমিত শাহ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমিত শাহর বক্তব্যের বিষয়ে ঢাকার ‘গুরুতর আপত্তি’ থাকা, ‘গভীর কষ্ট পাওয়া’ এবং ‘অখুশি’ হওয়ার কথা তুলে ধরা হয়েছে ভারতের উপ-হাই কমিশনারের হাতে তুলে দেওয়া চিঠিতে।

আরও পড়ুন:  একমাত্র ছেলে ছিলেন ফায়ার ফাইটার নয়ন, বারবার মূর্ছা যাচ্ছেন মা

মন্ত্রণালয় বলছে, এই ধরনের ‘আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য’ করা থেকে যেন রাজনৈতিক নেতারা বিরত থাকেন, সে বিষয়ে তাদের পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে ভারত সরকারকে। মন্ত্রণালয় বলেছে, দায়িত্বশীল জায়গা থেকে প্রতিবেশী একটি দেশের নাগরিকদের বিষয়ে এমন বক্তব্য পারস্পরিক শ্রদ্ধার মর্ম এবং দুই বন্ধু দেশের মধ্যে বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।

…….ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *