আমি ইতিহাসের আলপথ
বেয়ে এসেছি। উচ্ছিষ্ট নিয়ে
কাক আর কুকুরের লড়াই
থেকে আমার পদযাত্রা।
রাবারের পুতুলের চেয়ে যেদিন রক্ত -মাংসের
শিশু কম দামে বিকোচ্ছিল সে কালের
যাত্রা পথে উজ্জ্বল আমার পদচিহ্ন।
আমিই তোফাজ্জল
আমার শরীরে মন্বন্তরের ঘ্রাণ।
আমার কোন অবয়ব আঁকতে পারেনি
কোন জয়নুল। বেদনা-ভাষ্য নির্মাণ
করতে পারেনি কোন সুকান্ত।
আমার স্বপ্নের মধ্যে ছিল
ভাতের মত জ্যোৎস্নাধোয়া এক পৃথিবী।
একদিন জীবন বাঁচাতে ভাত খেতে
চেয়েছিলাম। আজ জীবনের অধিক
কিছুর জন্য ভাত খাচ্ছি। এটাই একুশ শতকের দ্য লাস্ট সাপার।