সচল হয়েও আবারো অনিশ্চয়তায় রাবিপ্রবির একাডেমিক কার্যক্রম

রাবিপ্রবি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালির সংঘাতের কারণে অনিশ্চয়তায় পরেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। গণঅভ্যূত্থানের পরে রাবিপ্রবিয়ানদের তীব্র আন্দোলনের মুখে ক্লাস পরীক্ষা শুরু হলেও আঞ্চলিক সংঘাতের জের ধরে আবারো একাডেমিক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে।

আজ শনিবার কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ (সহকারী অধ্যাপক ) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়” আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সিএসই বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। পরিস্থিতি উন্নতি হওয়ার সাপেক্ষে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় ক্লাস ও পরীক্ষার বিষয়েও অবহিত করা হয়েছে”।

অন্য দিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ফরেষ্ট্রি ও ইনভায়রনমেন্ট সায়েন্সের চেয়ারম্যান নিখিল চাকমা (সহকারী অধ্যাপক) বলেন” যেহেতু আমার বিভাগে কোন পরীক্ষা চলমান নেই তাই আমরা চাইলে অনলাইনে শ্রেণি কার্যক্রম চালিয়ে যেতে পারি। সবার নিরাপত্তার বিষয় নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে”।

আরও পড়ুন:  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ
এর আগে গতকাল ২০ সেপ্টেম্বর (শুক্রবার) খাগড়াছড়ির দীঘিনাায় শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের জেরে রাঙ্গামাটিতেও পাহাড়ি ও বাঙালির ব্যাপক সংঘর্ষ ঘটে। এরপরেই জেলা প্রশাসকের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *