দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘীনালায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ফাঁকা গুলি, দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

নিহতরা হলেন ধনঞ্জয় চাকমা (৫০), রুবেল ত্রিপুরা (২৫) ও জুনান চাকমা (২০)। তাদের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিপল বাপ্পি চাকমা জানিয়েছেন, রাতের বেলা আহত অবস্থায় ১৬ জনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে তিনজন মারা যান। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে। বর্তমানে আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  স্বাস্থ্যমন্ত্রী: তামাকমুক্ত দেশ গড়তে সবাই একযোগে কাজ করুন

সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।

দীঘিনালার লারমা স্কয়ারে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একপর্যায়ে তা সংঘাতে রূপ নেয়। এ সময় অন্তত ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার লারমা স্কয়ার এলাকায় এই সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি জেলা সদরের নোয়াপাড়া-নিউজিল্যান্ড সড়কে মো. মামুন নামের এক ব্যক্তি নিহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে ৬০টি দোকানে বিক্ষুব্ধরা আগুন দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *