রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। গত ২১ আগস্ট বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। সেই জায়গায় এসেছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন ফারুক আহমেদ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতির নিজ কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠকের সময় উপস্থিত ছিলেন ওপেনার তামিম ইকবালও।
ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজজয়ী বেশিরভাগ ক্রিকেটারকে। ছিলেন-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের হয়ে পাকিস্তান সিরিজে না থাকা ক্রিকেটারদের মধ্যে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। যদিও বিসিবির প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, কার্যালয়ে ঢুকছেন টেস্ট স্কোয়াডে থাকা তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানরাও।
এর আগে আজ দুপুরের দিকে ক্রিকেটাররা দেখা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বাংলাদেশের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজ। আগামী ১৫ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজের উদ্দেশে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টটি হবে আগামী ২৭ সেপ্টেম্বর, কানপুরে। ভারত সফরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ দল।
…….ডিডিজে নিউজ/এম এফ