দেশের বিভিন্ন জেলায় কয়েক দিন ধরে চলমান ভ্যাপসা গরমের পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, স্বাভাবিক সময়ে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, তা হচ্ছে না, ফলে গরম অনুভূত হচ্ছে। তবে আগামী দুদিনের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হতে পারে।
সোমবার (৯ সেপ্টেম্বর) কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বোচ্চ ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর মঙ্গলবার দেশের সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে।
আবহাওয়ার আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ পরিস্থিতিতে আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
এ অবস্থায় আজ মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
…….ডিডিজে নিউজ/এম এফ