চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চেন্নাইতে প্রথম টেস্টটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর। আর কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
চেন্নাই টেস্টের জন্য ঘোষিত এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার যশ দয়াল। এছাড়া, দীর্ঘ প্রায় দুই বছর পর দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋশাভ পান্ত।
চেন্নাই টেস্টের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।
…….ডিডিজে নিউজ/এম এফ