গণঅভ্যুত্থানের মাসপূর্তিতে রাবিপ্রবিতে শহীদদের স্মরণে মিছিল

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি)ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাসপূর্তিতে শহীদদের স্মরণে ”শহীদি মার্চ” পালিত হয়েছে।

আজ ৫ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩ টায় শহীদি মার্চ পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে একাত্মতায় এই ”শহীদি মার্চ” কর্মসূচি পালিত হয়েছে।

প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মিছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। যাতে নতুন কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা সবসময় আমাদের ন্যায্য অধিকারের কথা বলেছি। আমরা সকল প্রকার অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে আছি। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানোর উদ্দেশ্যেই আমাদের আজকের এই কর্মসূচি।

আরও পড়ুন:  সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বহাল, সপ্তাহজুড়ে বৃষ্টির শঙ্কা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *