ভ্রমণ না করার পরামর্শ, যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতার তালিকায় অন্তর্ভুক্ত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই তালিকায় থাকলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়।

এই সিদ্ধান্তের পেছনে সাধারণত বিভিন্ন কারণে ঝুঁকি বেড়ে যাওয়া, যেমন নিরাপত্তা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, বা অন্যান্য সংকটপূর্ণ পরিস্থিতি থাকতে পারে। এই ধরনের সতর্কতা কোনো দেশের আন্তর্জাতিক ইমেজ এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে পর্যটন ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। তবে, এর প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করে থাকে।

বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরনিকা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

আরও পড়ুন:  বিশ্বের প্রথম এআই সুন্দরী কে এই নারী?

 

…….ডিডিজে নিউজ/এম এফ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *