সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছেড়েছেন বলে জানা গেছে। তবে তিনি কোন পথে কোন দেশে গেছেন, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। একটি সূত্রের দাবি অনুযায়ী, গত শুক্রবার (৩০ আগস্ট) তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
এর আগে, গত ১০ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। তিনি সেদিন দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি তার পদত্যাগের পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। এই পদত্যাগ এবং দেশ ত্যাগের ঘটনা বিচারবিভাগ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।