সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস জানান, সংযুক্ত আরব আমিরাতের আদালতে দোষী সাব্যস্ত এই ৫৭ জন বাংলাদেশিকে আজ প্রেসিডেন্টের ক্ষমা প্রদান করা হয়েছে এবং শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত জুলাইয়ে আমিরাতের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এসব বাংলাদেশি নাগরিক দোষী সাব্যস্ত হন। তবে এখন প্রেসিডেন্টের এই ক্ষমার মাধ্যমে তাদের কারাদণ্ড বাতিল করা হয়েছে।