গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গতকাল রবিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

ঢাকার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান জানান, লালবাগ থানার একটি হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট। এদিকে রাজধানীর লালবাগে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যামামলায় আওয়ামী লীগের এ সাবেক সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালতে কর্মরত একজন উপপরিদর্শক বলেন, আজ সোমবার বিকেলের মধ্যে হাজী সেলিমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। পরে আদালত রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানি করবেন।

আরও পড়ুন:  ২০-২৫ জনের বহর নিয়ে জাতিসংঘে যাবেন ড. ইউনূস

গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করে লালবাগ থানায় মামলাটি করেন খালিদের বাবা কামরুল হাসান।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *