রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনকে ২৪টি ‘শুদ্ধজাত’ ঘোড়া উপহার দিয়েছেন। টাইম সাময়িকীর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, বছর দুয়েক আগেও পিয়ংইয়ং ৩০টি ঘোড়া রাশিয়া থেকে পেয়েছিল।
এর আগে, উত্তর কোরিয়া প্রশাসনের প্রচারণামূলক একটি ভিডিওতে দেখা গিয়েছিল কিম জং-উনকে একটি সাদা রঙের ঘোড়ায় চড়ে তুষারাবৃত পাহাড়ি এলাকায় ঘুরতে। ২০১৯ সালে কিমের এই ছবিটি মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল।
এই উপহারের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি চিহ্ন ফুটে উঠেছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সহযোগিতা হয়ে থাকে। বর্তমানে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিচ্ছে উত্তর কোরিয়া, যা তাদের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার একটি উদাহরণ।
কিম জং-উন ঘোড়া চালাতে পছন্দ করেন। বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে। ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি আলোচিত আলোকচিত্র আছে। এতে দেখা যায়, খয়েরি রঙের ঘোড়ায় বসে আছেন পুতিন। তার পরনে সেনা ট্রাউজার, গলায় সোনার চেইন, চোখে সানগ্লাস।
গত জুনে পিয়ংইয়ং সফরে যান পুতিন। তখন কিম জং-উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। উপহারের তালিকায় আরো ছিল একটি টি–সেট ও অ্যাডমিরাল ড্যাগার।
এ সময় পুতিনকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে এক জোড়া পুংসান জাতের কুকুর উপহার দেন কিম জং-উন। এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয়। পুতিন উপহার পান অনেকগুলো চিত্রকলা। পাশাপাশি নিজের আবক্ষ মূর্তিও পান তিনি। এদিকে গত আগস্টে কিম জং-উনের জন্য ৪৪৭টি ছাগল উপহার পাঠান পুতিন।