সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম পল্লির বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত দেড়শতাধিক পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে, যা তাদের পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে সহায়ক হবে।
সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে আর্ত মানবতার সেবায় নিবেদিতভাবে কাজ করে আসছে এবং সন্দ্বীপভিত্তিক ২৯ টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্যপরিষদ‘ এর উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা প্রদান করা হয়েছে শিশক বাড়ি আর্মি ক্যাম্প, দন্ডি পাড়া, অযোধ্যা মোড়, শফি টিলা, ধর্মরাম পাড়া, অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিরাম পাড়া, রামগড় সোনাইফুল ফেনী নদীর কুল, এবং রামগড় সোনাইপুল স্কেলের পূর্ব পাশে। এই উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে, যা তাদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।