পাসওয়ার্ড জানেন পলক, বন্ধ আইসিটি বিভাগের ইউটিউব-ফেসবুক

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বন্ধ রয়েছে আইসিটি বিভাগের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। কারণ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, রিমান্ডে থাকা জুনাইদ আহমেদ পলকই শুধুমাত্র এ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পাসওয়ার্ড জানেন।

আজ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন বলেন, ‘আইসিটির চ্যানেল ও পেজ সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার ঘনিষ্ঠজনরা পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন। আমরা এখন এগুলোর উদ্ধারের চেষ্টা করছি।’ গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ থেকে গ্রেপ্তার হন জুনাইদ আহমেদ পলক। পরে তাকে পল্টন থানায় করা একটি হত্যা মামলায় আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। জুনাইদ আহমেদ পলককে গত রবিবার দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *