নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন লেগেছে। রবিবার দিনগত রাত ১টার দিকে রূপগঞ্জের তারাব এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১টার দিকে রূপগঞ্জের তারাব এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে কাঁচপুর, আদমজী ইপিজেড, কাঞ্চন ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট এবং সিদ্দিক বাজার থেকে টিটিএল (টার্ন টেবল লেডার গাড়ি দিয়ে ৬৮ মিটার উচ্চতা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ করা যায়) ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানা থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।