রাওয়ালপিন্ডির পরিষ্কার আকাশে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। ঘাসের উইকেটও কিছুটা ধূসর হতে শুরু করেছিল। বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনটা যে ব্যাটসম্যানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সেটা আগে থেকেই মনে হচ্ছিল।
পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণার পর ১২ ওভারে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ দলের সামনে ছিল বড় রান যোগ করার সুযোগ। সাদমান ইসলাম, মুমিনুল হকের পর মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটির সৌজন্যে বাংলাদেশ তা করেছেও। ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ১৩২ রান পিছিয়ে নাজমুল হোসেনের দল। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশেরই। তবে এমন দিনেও আক্ষেপ আছে। মাহমুদুল হাসানের চোটের কারণে আড়াই বছর পর টেস্ট দলে ফেরা ওপেনার সাদমান সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়েছেন। ১৮৩ বলে ১২টি চারে ৯৩ রান করে থামে সাদমানের ইনিংস। ফিফটি করে আউট হয়েছেন মুমিনুলও। ৭৬ বলে ৫০ রানে আউট হন এই বাঁহাতি। আরেক অভিজ্ঞ মুশফিকও ফিফটি করেছেন, ৫৮ বলে ৫২ রানে অপরাজিত আছেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তৃতীয় দিনের শেষ বেলায় ফিফটি স্পর্শ করেন লিটন, ৫৮ বলে ৫২ রান নিয়ে উইকেটে আছেন তিনি।
দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি। নাসিম শাহর করা অফ স্টাম্পের বাইরের বলে লেট কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তোলেন জাকির হাসান। মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে ৫৮ বল খেলে ১ বাউন্ডারিতে ১২ রানে থামে জাকিরের ইনিংস। ক্রিজে সময় কাটিয়ে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেনও। ২৭তম ওভারে খুররম শেহজাদের রাউন্ড দ্য উইকেট থেকে ভেতরে আসা বলে বোল্ড হন নাজমুল। তাঁর ১৬ রান এসেছে ৪২ বলে।