ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গণত্রাণ তহবিলে শুক্রবার রাত ৮টা পর্যন্ত প্রায় ৮৭ লাখ টাকা নগদ অর্থ জমা হয়েছে, যা দুইদিনে নগদ অর্থের পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এই তহবিল সংগ্রহের উদ্যোগটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে বুথ স্থাপন করে পরিচালনা করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহনাফ সাইদখান জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে, এবং এই সংগ্রহ এখনো চলছে। এছাড়াও বিকাশ, নগদসহ অনলাইন মাধ্যমে তহবিল সংগ্রহের কাজও চলছে, তবে সেখানে জমা টাকার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
এই উদ্যোগটি প্রমাণ করে যে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানবিক সংকট মোকাবিলায় একত্রিত হচ্ছে এবং সমাজের বিভিন্ন স্তরে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এদিকে, আজ সন্ধ্যার মধ্যেই শুকনো খাবার, পানি, কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যে টিএসসি ক্যাফিটেরিয়া ও অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ পূর্ণ হয়ে গেছে। সন্ধ্যার পর থেকে আসা ত্রাণ ক্যাফিটেরিয়ার বাইরে রাখা হচ্ছে।