বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হাসান পাপনের অধ্যায় শেষ। পাপনের উত্তরসূরী হিসেবে বিসিবির নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। 

দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। এবার দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিবির শীর্ষ পদেও পরিবর্তন এল।

বুধবার (২১ আগস্ট) বিসিবির বৈঠকে নতুন সভাপতি করা হয় ফারুক আহমেদকে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।

পরিচালক পদ থেকে দুদিন আগেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আরেক পেসার জালাল ইউনুস। তখন থেকেই গুঞ্জন ছিল বিসিবির সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ।

আরও পড়ুন:  যত দিন প্রয়োজন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে

এর আগে বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা নাজমুল হাসান পাপন।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিলেন পাপন

২০১২ সাল থেকে টানা দায়িত্ব পালন করছিলেন পাপন। ২০১৩ সালের পর ২০১৭ ও ২১ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই সর্বময় কর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *