ভেঙে পড়ল ভারতের সিকিমে তিস্তা বাঁধ বিদ্যুৎকেন্দ্র

ভারতের সিকিমে তিস্তা বাঁধের একটি অংশ ভেঙে পড়েছে। আজ মঙ্গলবার সকালে ভূমিধসের কারণে দেশটির জাতীয় জলবিদ্যুৎ করপোরেশনের তিস্তা স্টেজ ফাইভ বাঁধটি ভেঙে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এখনো কোনে হতাহতের খবর পাওয় যায়নি। ছোটো ছোটো কিছু ভূমিধসের কারণে আগেই সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল। ৫১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পাহাড়টি গত কয়েক সপ্তাহ ধরে ঘন ঘন ছোট ছোট স্লাইডের কারণে হুমকির মধ্যে ছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের একটি বড় অংশ পিছলে বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংসস্তূপে ঢেকে যায়। ২০২৩ সালে সিকিমে লোনাকে হিমবাহসৃষ্ট হ্রদ ফেটে যে দুর্যোগ নেমে এসেছিল, সেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালুতারে তিস্তার এই বাঁধটি। তারপর থেকেই বাঁধটি অচল অবস্থাতেই পড়ে রয়েছে। তবে জলবিদ্যুৎকেন্দ্রটি সচল অবস্থাতেই রয়েছে।

আরও পড়ুন:  রমজান উপলক্ষে বিভিন্ন দেশের ১২৯৫ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *