আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে, বললেন শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নকে “অযোগ্য” বলে মন্তব্য করেছেন। রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবসে তিনি এ কথা জানান। তার বক্তব্যে তিনি নতুন শিক্ষাক্রমের বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ায় ঘাটতির কথা তুলে ধরেন।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। যত দূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব। কিন্তু এমনভাবে যাব, যেন শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি না হয়। এজন্য পরিমার্জন করা হবে।’” উল্লেখ্য, নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়। আর এ বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হওয়ার কথা ছিল।

আরও পড়ুন:  দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *