ডিএমপিতে আবারও বড় রদবদল

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় রদবদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। বদলি কর্মকর্তারা হলেন- ফারুক আহমেদ, মো. আসফিকুজ্জামান আকতার, মো. শাহরিয়ার আলী, রওনক জাহান, মোহাম্মদ রুহুল কবীর খান, রওনক আলম, মোহাম্মদ সোহেল রানা।

এছাড়া একযোগে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত অন্য এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরও পড়ুন:  কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে: র‌্যাব মহাপরিচালক

তালিকা দেখতে ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *