শেখ হাসিনার সঙ্গে ফোনে কী কথা হয়েছিল আওয়ামী লীগ নেতার

জনরোষের মুখে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার সকালে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে তিন মিনিট ফোনে কথা বলেন মো. জাহাঙ্গীর কবির। ফোনালাপে জাহাঙ্গীর কবিরকে শেখ হাসিনা বলেন, ‘আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।’ জবাবে মো. জাহাঙ্গীর বলেন, ‘আপা আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’ শেখ হাসিনা আরও বলেন, ‘আমি ঘাবড়াব কেন? আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন।’

আরও পড়ুন:  ১ যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান আমাদের সময়কে বলেন, ‘ঢাকা থেকে পিবিআইয়ের একটি টিম এসে তাকে আটক করে বরগুনা থানায় রেখেছে। ঢাকায় নিয়ে যাওয়া হবে। তাকে বরগুনার কোনো মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়নি।’

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *