হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে সহোদরের মৃত্যু হয়েছে।আজ সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার খড়কি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আজমল খা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, খড়কি গ্রামের আশ্রাব উদ্দিন উরপে আশুউদ্দিনেট দুই ছেলে শাহাব উদ্দিন (২২) ও ইব্রাহিম (১৯) বাড়ি সংলগ্ন নিজেদের জমিতে ধান চারা রোপণ করছিল। তখন আকস্মিক বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।