পাকিস্তানে বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ

দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের লাহোরে পৌঁছেছে। যেখানে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর শান্ত বাহিনীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।

দেশের অস্থির পরিস্থিতির কারণে টাইগারদের মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ ছিল না। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাব দেয়, বাংলাদেশ দল চাইলে আগেভাগেই তাদের দেশে যেতে পারে। পাকিস্তানের সেই প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্ধারিত সময়ের পাঁচদিন আগে সোমবারই দলকে বিমানে তুলে দেয়। বিশ্রাম নিয়ে পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। ইসলামাবাদে ক্রিকেটার, কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে মোট ১৮ জনের বহর গেছে। নাজমুল হোসেন শান্তরা সেখান থেকে আজ মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছান। বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার ‘এ’ দলের হয়ে খেলতে আগেই পাকিস্তানে অবস্থান করছেন। খেলা শেষ হলে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন:  সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে না

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *