শিক্ষার্থীদের সঙ্গে গ্রাফিতি আঁকলেন ইভানা

গত কয়েকদিন ধরে ঢাকার রাস্তার বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করছেন শিক্ষার্থীরা। রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই শিক্ষার্থীদের এ পদক্ষেপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এমন অভুতপূর্ব কাজের ছবি দেখে মুগ্ধ অভিনেত্রী পারসা ইভানা আর ঘরে বসে থাকতে পারলেন না।

ব্যাচেলর পয়েন্ট খ্যাত এ অভিনেত্রী নিজেই দেয়ালে আঁকিবুঁকি করতে সোজা রাস্তায় নেমে এলেন এবং শিক্ষার্থীদের সঙ্গে রং তুলি হাতে নিলেন। কোটা আন্দোলনের শুরু থেকেই ইভানা বেশ সক্রিয় ছিলেন। ছাত্রদের উৎসাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সংহতি জানিয়েছেন তিনি। এবার দেয়াল রঙিন গ্রাফিতি এঁকে শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারসা এই গ্রাফিতি অঙ্কনের কাজে ছাত্রদের সঙ্গে শামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এবার কয়েকজন একসঙ্গে রাজধানীর উত্তরার দেয়ালে গ্রাফিতি এঁকে চমকে দিলেন শিক্ষার্থীদের। জানা গেছে, ‘নতুন রঙে উত্তরা’ নামে একটি সংগঠনের সঙ্গে গ্রাফিতির কাজে অংশ নিয়েছিলেন পারসা।

আরও পড়ুন:  রাবিপ্রবিতে কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *