প্যারিস অলিম্পিকের আকর্ষণীয় ২০০ মিটার দৌড়ে নোয়াহ লেইলসকে পেছনে ফেলে স্বর্ণ জিতলেন লেটসিলে টেবোগো। বতসোয়ানার এই স্প্রিন্টার ১০০ মিটারে না পারলেও এবার বাজিমাত করলেন।
২১ বছর বয়সী এই তারকা প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণ জয়ের অনির্বচনীয় স্বাদ পেয়েছেন। এর আগে তিনি অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা ও ব্রোঞ্জ পেয়েছেন। আফ্রিকান চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে পেয়েছিলেন স্বর্ণ। তবে অলিম্পিকে স্বর্নের হাসি এই প্রথম।
২০০ মিটার স্প্রিন্টে স্তাদে দে ফ্রান্সে ১৯ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন টেবোগো। ১৯ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং করে রুপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের বেডনারেক কেনেথ।
১০০ মিটারে সেরা হওয়া নোয়াহ ১৯ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। মর্যাদার এই ইভেন্টে টেবোগো আট প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন ষষ্ঠ। ২০০ মিটারে এসে পেছনে ফেললেন সবাইকে।
…….ডিডিজে নিউজ