সেনাবাহিনীর নিরাপত্তায় শনিবার খুলছে শিল্পাঞ্চল

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার ১ হাজার ৮০০ কারখানা শনিবার থেকে পুনরায় পূর্ণ উদ্যমে চালু হবে। সেনাবাহিনী এখন শিল্পাঞ্চলে নিরাপত্তা প্রদান করছে, যার ফলে প্রস্তুত হয়েছে একটি নিরাপত্তা সংক্রান্ত টাস্কফোর্স। এর আগে, নিরাপত্তার অভাব এবং আতঙ্কের কারণে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।

শুক্রবার সকালে সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের কর্মকর্তা কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন শিল্পএলাকা পরিদর্শন করেন এবং এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সেনাবাহিনী এখন শিল্পাঞ্চলে মাঠে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কর্নেল মহিউদ্দিনের সঙ্গে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ পরিচালক শোভন ইসলাম জানান, গত চারদিন ধরে পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে প্রায় দুই হাজার কারখানা।

আরও পড়ুন:  রেকর্ড তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান

শেখ হাসিনা সরকারের পতনের পরপর বেশ কিছু তৈরি পোশাক কারখানায় ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনা। প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি বরং নিজেদের নিরাপত্তা নিয়েই তারা দিশেহারা। এমন পরিস্থিতিতে কারখানা খুললে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলে তার দায় কে নেবে। এমন ঝুঁকি ও সংখ্যার বিষয়টি মাথায় রেখেই কারখানা বন্ধ রয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা পেলে কাল থেকে কারখানাগুলো খুলে দেওয়ার পক্ষে বিজিএমইএ।

সেনা কর্মকর্তারা জানান, অর্থনীতির লাইফলাইন হিসেবে যেকোনো মূল্যে তৈরি পোশাক খাতের চাকা সচল রাখতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে মাঠে কাজ করবে সেনাবাহিনী। মালিকপক্ষ আতঙ্কিত হলেও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে চায়। তাই শিল্পাঞ্চলে কারখানার নিরাপত্তা পরিবেশ ঠিক রাখতে তৎপর থাকবে সেনাবাহিনী।

 

আরও পড়ুন:  মহানবী (সা.)-এর পানাহার পদ্ধতি

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *