বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। আজ শুক্রবার পৃথক এক্স বার্তায় অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খাগড়ে।
রাহুল গান্ধী বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন। শান্তি ও স্বাভাবিকতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠা সময়ের প্রয়োজন।
আরেকটি টুইটে মল্লিকার্জুন খাগড়ে বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাই। আমরা আন্তরিকভাবে আশা করি যে, বাংলাদেশে স্বাভাবিকতা এবং শান্তি ফিরে আসবে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী। যার সাথে আমরা ভারতীয়রা একটি ঐতিহাসিক সম্পর্ক ভাগ করে নিয়েছি। আমরা সংখ্যালঘুসহ সব বাংলাদেশির নিরাপত্তার জন্য প্রার্থনা করি।
গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনে দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
…….ডিডিজে নিউজ