সুন্দর পরিবেশ সৃষ্টি হলে ক্রিকেট বোর্ডে কাজ করতে চান পাইলট

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর দেশের প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন চোখে এসেছে। মন্ত্রী ক্যাবিনেট ও সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি

এরপরই বিভিন্ন সংগঠনে অস্থিরতা দেখা দিয়েছে। সেটার বাইরে নেই দেশের ক্রিকেট আঙ্গিনাও। নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সবশেষ ক্রীড়ামন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রী হন। যেখানে ক্রিকেটের সর্বোচ্চ পদে আছেন এক যুগের বেশি সময় ধরে। কিন্তু গত তিনদিন ধরেই পাপন ক্রিকেটের দৃশ্যপটে নেই। পাপন ছাড়াও পরিচালকদের মধ্যেও অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরিই যুক্ত ছিলেন। পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয় ছিলেন সাবেক সংসদ সদস্য। আ জ ম নাসির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আরেক পরিচালক শফিউর রহমান নাদেল সদ্য বিলুপ্ত হওয়া সংসদেরই একজন সদস্য।

আরও পড়ুন:  আরও ৪৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেট বোর্ড নিয়ে একটি নিউজ পোর্টালকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। শুরুতে বলেন, ‘আমার কাছে মনে হয় এখন তো বিসিবিতে ম্যানেজমেন্ট আছে সিইও দায়িত্ব পালন করছেন। এরকম মুহূর্ত সিইও চালান। এখন যেহেতু ক্রিকেট বোর্ড তো আর ভাঙতে পারবে না। এটার গঠনতন্ত্র হচ্ছে ইলেকশন করে নির্বাচিত হওয়ার। প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে ম্যানেজার আছে তারা সেগুলো পরিচালনা করবেন।’

বিসিবিতে পলিটিক্যাল লোক না থাকাই ভালো বলে দাবি করেন পাইলট, ‘এই বোর্ডটা পাপন ভাইয়ের ওপর নির্ভর ছিল পুরোটা। এখন ক্রিকেটটাকে উদ্ধার করে যারা ভালো মানুষ আছে যাদের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট আছে তাদেরকে দিতে হবে। এখন ছয়টা বিভাগের যে ৮ জন আছে তাদের ভিতর সাতজন খেলার ব্যাকগ্রাউন্ড নাই তারা পলিটিক্যাল। রংপুরের যিনি উনি কোনদিন ক্রিকেট খেলেন নাই। তো পলিটিক্যাল পোস্ট এখানে না আসাই ভালো।’

আরও পড়ুন:  অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র-ইইউ

তার মতে দুর্নীতি হয় ক্রিকেট বোর্ডে, যে কারণে মন চায় না বোর্ডে কাজ করতে। তবে ভালো পরিবেশ হলে বোর্ডে কাজ করতে চান পাইলট, ‘আমি অপছন্দ করি দুর্নীতি। ক্রিকেট বোর্ড অনেক অনিয়ম আছে আমার মনে চায় না এখানে কাজ করি। আমাদের মত মানুষজন স্বাধীনভাবে কাজ করতে চাই, মাথা উঁচু করে কাজ করবো। অনেকে আমাদের বোর্ডে কাজ করছেন বিগত দিনগুলোতে, কিন্তু মাথা নিচু করে যা বলছে তাই শুনছি।’

পাইলট আরও বলেন, ‘অবশ্যই ইচ্ছা আছে যদি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। যেমন আমাদের একটা গর্ভমেন্ট হচ্ছে ভালো ভালো মানুষগুলো আসছে। ক্রিকেট বোর্ড যদি মানুষ আসে অবশ্যই কাজ করব কেন করব না। দেশের জন্য কাজ করতে বাংলাদেশের জন্য কাজ করতে পারবো। ক্রিকেট বোর্ডে গেলে তো অনেক বড় পরিসরে কাজ করা যায়।’

আরও পড়ুন:  এডভোকেট আনোয়ারুল কবির এর জানাজার নামাজ অনুষ্ঠিত

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *