কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো আবু সাঈদ, মুগ্ধদের স্মরণ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মিরপুরে গতকাল ছিল শোকের আবহ। অনুশীলন শুরুর আগে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মুশফিক, মিরাজ, মুমিনুল, বিজয়, হাসানরা। এক মিনিট নীরবতাও পালন করেন তারা। এর পর শুরু হয় অনুশীলন।
এদিন মূলত বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং অনুশীলনে
নিজেদের ঝালিয়ে নিয়েছেন। পাকিস্তান সফর সামনে রেখে তাদের এই প্রস্তুতি। আগামীকাল ঢাকা ছাড়বে ‘এ’ দল। ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এ ছাড়া এ মাসের ১৭ আগস্ট বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান সফরে যাবে। সেখানে পাকিস্তানের বিপক্ষে দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে তারা। জাতীয় দলের আজ থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে। এদিকে মুশফিক, মিরাজদের অনুশীলনের মাঝেই গতকাল বিসিবি প্রাঙ্গণে এসেছিল সেনাবাহিনীর টহল দল। নিয়মিত টহল দিতেই তাদের আসা।
…….ডিডিজে নিউজ