বিএফডিসি নতুন এমডির সঙ্গে পরিচালক সমিতির সাক্ষাত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সবচেয়ে খারাপ সময় এনে দিয়েছিলেন নুজহাত ইয়াসমিন। তিনি থাকা অবস্থায় সংস্থাটির প্রায় সকল পক্ষই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নানান ইস্যুতে। এমনকি এখানকার কর্মচারীরাও ভুগেছেন বেতন জটিলতায়। 
তাকে অপসারণের জন্য সিনেমা সংশ্লিষ্ট ১৮টি সংগঠন লম্বা সময় আন্দোলন করে আসছিলো। অবশেষে সেই আন্দোলনে ফল এলো সরকার পতনের মধ্য দিয়ে। বিএফডিসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক ও বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
দিলীপ কুমার বণিক ৭ আগস্ট বিএফডিসি কার্যালয়ে যোগদান করেছেন বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে নতুন এমডির সঙ্গে ইতিমধ্যে দেখা করে আজ শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ সময় পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, সাবেক মহাসচিব বদিউল আলম খোকন, মনতাজুর রহমান আকবর, সায়মন তারেক, অভিনেতা শিবা শানু, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড প্রমুখ। এ সময় নতুন এমডি তাদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

…….ডিডিজে নিউজ

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *