আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গেলেন ড. ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক পর্যায়ে সাঈদের কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, `আজকের এই দিনে প্রথমেই আবু সাঈদকে স্মরণ করতে চাই। তার সেই ছবি সবার মনে গেঁথে আছে।‘ এই কথা বলার সময় কণ্ঠ ভারী হয়ে আছে ড. ইউনূসের। কয়েক মুহূর্ত থেমে তিনি আবার কথা বলতে শুরু করেন। বক্তব্যে সবাইকে বিশৃঙ্খলা প্রতিহতের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সবাই মিলে আমরা সুন্দর দেশ গড়ে তুলবো।

এর আগে বৃহস্পতিবাার দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

আরও পড়ুন:  বিবাহবার্ষিকীতে সেরা উপহার দিয়ে মুগ্ধ করুন প্রিয়জনকে

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *