সকাল ১০টায় রাজধানীর ফার্মগেট থেকে আসাদগেট পর্যন্ত ঘুরে দেখা যায়, সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য পরিবহনের বাস সীমিত আকারে চলাচল করছে। একইভাবে চলছে ব্যক্তিগত গাড়িসহ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল। সাধারণ মানুষের চলাচলও রয়েছে সড়কে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।
রাস্তায় কোথাও নেই কোনো ট্রাফিক, নেই ট্রাফিক সিগনালও। শুধু জায়গায় জায়গায় পড়ে আছে গত কয়েকদিনের সংঘাতের ধ্বংসযজ্ঞ। সুযোগ সন্ধানী কতিপয় মানুষদের সেসব ধ্বংসযজ্ঞ ভেঙে নিয়ে যেতে দেখা গেছে। রাস্তায় অফিসগামী মানুষের থেকে বেশি দেখা গেছে উৎসুক জনতা। সবার মুখে মুখেই গত কয়েককদিনের ঘটনাপ্রবাহ, বিচার-বিশ্লেষণ। তবে কোনো শিক্ষার্থীকে রাস্তায় দেখা যায়নি।
…….ডিডিজে নিউজ