দেশে ফিরছে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া সেই আকাশযান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হেলিকপ্টার ভারত থেকে ঢাকা ফিরে আসছে। সি-১৩৯ জে মডেলের সেই এয়ারক্র্যাফটটি আজ মঙ্গলবার সকালে হিন্দন বিমান ঘাঁটি ত্যাগ করেছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর ওই আকাশযানে সাতজন সামরিক কর্মকর্তা আছেন। তারা বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে হেলিকপ্টারে ভারতের উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। আগরতলায় অসম রাইফেলসের শিবিরে হাসিনাকে নিয়ে নামে সামরিক হেলিকপ্টার।সেখান থেকে দিল্লি যান তিনি।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে রবিবার রাতে গণভবনে একাধিক বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকেই তিনি ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এ ছাড়া একাধিক বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরের পর থেকেই খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন:  ইউরোয় গোল্ডেন বুট জয়ের দৌড়ে ৬ জন

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *