ঢাকা মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর অরক্ষিত হয়ে পড়া থানা ও হযতর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। একই সঙ্গে তারা ঢাকা মহানগরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে।

আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আনসার ভিডিপির সহকারী পরিচালক (জনসংযোগ) রুবেল হোসেইন সংবদামাধ্যমকে জানান, থানার অভ্যন্তরীণ নিরাপত্তায় থাকবেন আনসার সদস্যরা। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত থাকবেন তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় এরই মধ্যে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও জানান রুবেল হোসেইন।

 

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *