পুলিশ সদর দপ্তর ও ডিএসসিসিতে আগুন

রাজধানী ঢাকার গুলিস্তানে অবস্থিত পুলিশ সদর দপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার রাত পৌনে ৮ টার দিকে এসব ঘটনা ঘটে।

সদর দপ্তরের ভেতরে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয়েছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে দেয়াল টপকে পালাচ্ছেন।

আজ সারা দিন দেশের বিভিন্ন থানায় আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ আওয়ামী লীগ কার্যালয়সহ দেশটির বিভিন্ন এলাকায় থাকা দলটির বিভিন্ন পর্যায়ের শাখা কার্যালয়ে। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর তথা তার বাসভবনেও আগুন দেওয়া হয়।

 

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *