জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে তারা।

আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের এক লাইভ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট সমন্বয়ক। তারা জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে।

এর আগে আজ দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার ছোট বোন শেখ রেহেনাও তার সঙ্গে ছিলেন।

এরপর আজ বিকেল ৪টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অর্ন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।’

আরও পড়ুন:  সাংবাদিক শাকিল-রুপা দম্পতি আটক

সেনাপ্রধান বলেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *