প্যারিস অলিম্পিকে দ্রুততম মানবী হয়ে আলফ্রেডের ইতিহাস

প্যারিস অলিম্পিকে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন জুলিয়েন আলফ্রেড। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে দ্রুততম মানবীর খেতাবটা নিজের করে নিয়েছেন তিনি।

সেন্ট লুসিয়া থেকে উঠে আসা ২৩ বছর বয়সী অ্যাথলেট আলফ্রেড নিজ দেশকে প্রথম পদক পাইয়ে ইতিহাসে নাম লেখালেন। এদিন ট্র্যাকে ঝড় তুলে ১০.৭২ সেকেন্ডে রেস শেষ করেন আলফ্রেড। এটি জাতীয় রেকর্ডও। আর ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন রুপা ও ১০.৯২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন স্বদেশি মেলিসা জেফারসন।

নেদারল্যান্ডস ৪*৪০০মিটার রিলেতে চমক দেখিয়েছে। হিটে বিশ্বরেকর্ডের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে স্বর্ণ জেতে তারা। ফিনিশিং লাইন স্পর্শ করে ৩ মিনিট ৭.৪৩ সেকেন্ডে। ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন।

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *