বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলন ও দেশব্যাপী বিক্ষোভের মধ্যে আজ রবিবার বৈঠকে বসছে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এটি সরকারের বর্তমান মেয়াদে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক হতে চলেছে। এর আগে সর্বশেষ বৈঠকটি ২০২৩ সালের ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল, যা জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে, গত ৭ জানুয়ারি ছিল।

এই বৈঠকে ২৭ সদস্যের কমিটির সমস্ত সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে, যার মধ্যে স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীদের অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন:  রিশাদ ঝড়ে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

জাতীয় প্রতিরক্ষা নীতি ২০১৮ অনুমোদনের পর ২০১৯ সালের মার্চে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয়। এই কমিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে। ২০২৩ সালের ১৫ নভেম্বরের বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে আলোচনা হয়েছিল।

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *