অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষ, নিহত ৪৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রবিবার সারাদেশে অসহযোগ কর্মসূচি চলছে। আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে, যেখানে আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।

এই সংঘর্ষের ফলে ১৪ জেলায় অন্তত ৪৩ জন নিহতের খবর পাওয়া গেছে।এ ধরনের পরিস্থিতি দেশকে অস্থির করে তুলতে পারে এবং সরকারের ওপর জনসাধারণের চাপ বৃদ্ধি করতে পারে। সংবেদনশীল সময়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সংযম ও সংলাপের গুরুত্ব অপরিসীম।

সন্ধ্যা পৌনে ৬টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৪ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ২ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *