চলমান প্যারিস অলিম্পিকে স্বর্ণ পদক জিতেই প্রেমিক লিউ ইউচেন থেকে বিয়ের প্রস্তাব পেলেন চীনের অ্যাথলেট হুয়াং ইয়াকিয়ং। তাকে পরিয়ে দেওয়া হলো আংটিও। প্রেমের শহর প্যারিসে শুক্রবার সেই দৃশ্য দেখল বিশ্ব।
চীনের হয়ে পদক জিততে প্যারিসে গিয়েছেন ইয়াকিয়ং ও ইউচেন। যেখানে ব্যাডমিন্টন থেকে চীনকে এখন পর্যন্ত ইয়াকিয়ংই একমাত্র পদক এনে দিয়েছেন। যদিও তার প্রেমিক ইউচেন পারেননি। তিনি ছিলেন পুরুষদের ডাবলস ইভেন্টে। তবে তার প্রেমিকা স্বর্ণ জিততেই বিয়ের প্রস্তাব দিলেন ইউচেন। ইয়াকিয়ংকে হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে দিলেন।
ইয়াকিয়ংয়ের গলায় যখন স্বর্ণের পদক। তখন তার সেই পদক জয় আরও বিশেষ করে দিলেন প্রেমিক ইউচেন। আর ইয়াকিয়ং বিয়ের প্রস্তাবে রাজি হওয়ায় পদক না পেয়েও প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ ইউচেনের। এ নিয়ে ইয়াকিয়ং বলেন, ‘আমি প্রচণ্ড খুশি। নিজের আবেগ ভাষায় প্রকাশ করতে পারছি না। স্বর্ণ পাওয়াটা আমার পরিশ্রমের ফসল। আর বিয়ের প্রস্তাব পেয়ে আমি অবাক। ভাবিনি এমনটা হবে। কী ভাবে উদ্যাপন করব এখনও ভাবিনি।’