রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ছাত্র ও জনতা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিকসহ সব স্তরের মানুষ অংশ নিচ্ছেন।

এ বিক্ষোভ কর্মসূচি শিক্ষার্থীদের ৯ দফা দাবির দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি চাপ প্রয়োগের একটি অংশ, যা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং পেশাজীবীদের পক্ষ থেকে সমর্থন পাচ্ছে।

সকাল পৌনে ১১টায় মিছিলটি রুয়েট গেইট থেকে শুরু হয়ে তালাইমারী ও কাজলা ঘুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসার পর সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এসময় পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি।

আরও পড়ুন:  ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ

এসময় আন্দোলনকারীরা স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ চান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সালেহ হাসান নকীব বলেন, ছাত্র জনতার মিছিলে মানুষের ঢল নেমেছে। আমার ছাত্রদের ৯ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে। ছাত্র-জনতার জয় অবশম্ভাবী।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *