মা পারেননি, করে দেখালেন মেয়ে !

সামার ম্যাকিনটোশের সাফল্য সত্যিই চমকপ্রদ। তার মায়ের মত পরাজয়ের স্বাদ না নিয়েই সোনার পদক জেতা এক ধরনের অর্জন যা পরিবারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করেছে। ৪০ বছর পর মা-মেয়ে দুজনের অলিম্পিক যাত্রার পার্থক্য যেন একটি প্রজন্মের পরিশ্রম ও অধ্যবসায়ের ফলস্বরূপ।

প্যারিস অলিম্পিকে নারীদের সাঁতারে ইভেন্টে ২শ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে রেকর্ড বইয়ে নাম তোলেন ১৭ বছর বয়সী ম্যাকিনটোশ। ১৭ বছর বয়সে মা না পারলেও, মেয়ে সাফল্যের স্বাদ নিয়েছেন।

গত বৃহস্পতিবার ২শ মিটার বাটারফ্লাই ইভেন্টে ২ মিনিট ৩.০৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে নেন ১৭ বছর বয়সী ম্যাকিনটোশ। এই ইভেন্টে ২ মিনিট ০৩.৮৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ এবং ব্রোঞ্জ জিতেন চীনের ঝ্যাং ইউফেই। ঝ্যাং সময় নিয়েছেন ২ মিনিট ০৫.০৯ সেকেন্ড।

আরও পড়ুন:  বিজয় দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সোনা জয়ের পর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেন ম্যাকিনটোশ। পরে নিজের অনুভূতি জানাতে গিয়ে ম্যাকিনটোশ বলেন, ‘২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিততে পারা আমার জন্য দারুণ এক অর্জন। এই ইভেন্টে আমার মাও অংশ নিয়েছিল। তার সঙ্গে আনন্দের মুহূর্তটা ভাগাভাগি করে নিয়েছি। আমি জানি, আমরা পরিবারের বাকি সদস্যদের মতো তিনিও আমাকে নিয়ে গর্বিত।’

প্রথম কানাডিয়ান নারী হিসেবে অলিম্পিকের এক আসরে দুটি সোনা জিতলেন ম্যাকিনটোশ। এর আগে এই ইভেন্টে নারীদের ৪শ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতেছিলেন তিনি। ৪শ মিটার ফ্রিস্টাইলে রুপা জেতেন ম্যাকিনটোশ।

এ ছাড়া কানাডার তৃতীয় সাঁতারু হিসেবে একই ইভেন্টে দুটি সোনা জয়ের রেকর্ড গড়েছেন ম্যাকিনটোশ। ১৯১২ সালে কানাডার জিওর্জি হডজসন ও ১৯৮৪ সালে অ্যালেক্স বাউম্যান অলিম্পিকের একই ইভেন্টে দুটি সোনা জিতেছিলেন।

আরও পড়ুন:  ছাত্রদের তিন দাবি : শিক্ষার্থীদের ওপর আনসারের হামলা

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *