অলিম্পিক রেকর্ড গড়ে উগান্ডাকে স্বর্ণ জেতালেন চেপতেগেই

অলিম্পিক রেকর্ড গড়ে অ্যাথলেটিকসের ১০ হাজার মিটার ইভেন্টে স্বর্ণ পদক জিতছেন উগান্ডার জোশুয়া চেপতেগেই। প্যারিস আসরে স্তাদে দে ফ্রান্সে চেপতেগেই ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ডে ফিনিশ লাইন ছুঁয়ে ফেলেন। অলিম্পিকে আগের রেকর্ড ছিল ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। তিনি ২০০৮ বেইজিং অলিম্পিকে দৌড় শেষ করতে ২৭ মিনিট ১.১৭ সেকেন্ড সময় নিয়েছিলেন।

অবশ্য পুরুষ অ্যাথলেটিকসে ১০,০০০ মিটার ইভেন্টে বিশ্ব রেকর্ডটা (২৬ মিনিট ১১ সেকেন্ড) চেপতেগেইরই। এবার তিনি অলিম্পিক রেকর্ডও গড়লেন। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দৌড়বিদ চেপতেগেই ২০২০ টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন। এবার অলিম্পিক রেকর্ডের সঙ্গে সোনা জয়ের আক্ষেপও ঘোচালেন। প্যারিস অলিম্পিকে এটাই উগান্ডার প্রথম পদক।

এই ইভেন্টে ২৬ মিনিট ৪৩.৪৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ইথিওপিয়ার বেরিহু আরেগায়ি। তার চেয়ে মাত্র ০.০২ সেকেন্ড পর ফিনিশ লাইন স্পর্শ করে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশার।

আরও পড়ুন:  অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *